জামালপুরে বজ্রপাতে সহোদরসহ নিহত-৫, আহত-১

S M Ashraful Azom
0
জামালপুরে বজ্রপাতে দুটি গরু ও চারজনের মৃত্যু

জামালপুর সংবাদদাতা: জামালপুরে বজ্রপাতে সহোদর ভাইসহ ৫জনের মৃত্যু ১জন আহত হয়েছেন। জেলার মেলান্দহ, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-মেলান্দহের ঘোষেরপাড়ার কাজিম উদ্দিনের ছেলে তাজেল মন্ডল, বকশীগঞ্জের কলকীহারা গ্রামের মফিজল হকের ছেলে হরবাদশা (৫০), আব্দুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩০), ভাটি কলকহিারা গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান(৫৫) এবং দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া গ্রামের আবুল মিয়ার ছেলে আনা মিয়া (১৫)। 
ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান জানান-একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেলান্দহের ঘোষেরপাড়ার কাজিম উদ্দিনের ছেলে তাছির মন্ডল ও তার ভাই তাজেল মন্ডল খামারবাড়িতে কাজ করতে ছিলেন। বকশীগঞ্জে বজ্রপাতে ২টি গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। গরু দুটি মাঠে ঘাস খাইতে ছিল।
আজ শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের কলকীহারা এবং দেওয়ানগঞ্জের চিকাজানি গ্রামে পৃথক বজ্রপাতের ঘটনাটি ঘটে। অনা মিয়া গামারিয়া গ্রামের আবুল মিয়ার ছেলে। 
নিহতদের মধ্যে হরবাদশা নদীতে গোসল করছিলেন। খলিলুর রহমান, আকিজা বেগম  বাড়ির বাইরে কাজ করছিলেন। অপরদিকে আনা মিয়া রাজমিস্ত্রি কাজ শেষে বাড়ি ফিরছেলেন। নিহতদের  বাড়িতে চলছে এখন শোকের মাতম।

  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top