শফিকুল ইসলাম: করোনা সংক্রমনরোধে স্বাস্থ্য বিষয়ক বিশেষ ও জরুরী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জুন) সকাল ১১ টার দিকে রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি), তানভির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি, রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, বীরমুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের সরকার, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিল, শহিদুল ইসলাম শালু, সাইদুর রহমান দুলাল, আবাসিক মেডিকেল অফিসার মোক্তারুল ইসলাম সেলিম, পরিসংখ্যানবিদ জিনাত ফাতেমা, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আওয়াল, উপজেলা আওয়ামীলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন ও সাংবাদিকবৃন্দ।
রৌমারী উপজেলায় করোনা সংক্রমনরোধে কঠোর লকডাউন, গণসচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা, হাসপাতালে জনবল সংকট, জনসাধারনের অবাধ চলাফেরা বন্ধসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।