রাজু আহমেদ সাহান-উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের নবরতœপাড়া গ্রামে একটি অবৈধ চায়না জাল তৈরির কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার এই কারখানার মালিক ঈশ্বর কুমার হালদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় কারখানা প্রায় ১১ লাখ টাকার জাল ও উৎপাদন সামগ্রী। পুড়িয়ে দেওয়া হয় ৫ লাখ মূল্যের অবৈধ চায়না জাল।
এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান।
নাহিদ হাসান খান জানান, পাবনা জেলার ফরিদপুর উপজেলার বাসিন্দা ঈশ্বর কুমার বেশ কিছুদিন ধরে নবরতœপাড়া গ্রামে কারেন্ট জালের আদলে অবৈধ চায়না জাল উৎপাদন করে গোটা চলনবিল এলাকায় বিক্রি করে আসছিলেন। আর এসব কারনে নিধন করা হচ্ছিল শিকার অনুপযোগী ছোট মাছ। গোপন সূত্রের খবরের প্রেক্ষিতে বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলমকে সঙ্গে নিয়ে র্যাব-১২ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় তিনি উক্ত চায়না কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। বিচারকার্য শেষে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। কারখানা থেকে জব্দ করা সামগ্রী থেকে ৫ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না জাল এ সময় আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।