কাজিপুর প্রতিনিধি: আশ্রয়ণ প্রকল্পে ঘর উপহার পাওয়া পরিবারের লোকজন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর স্পেশাল মেহমান। আশ্রয়হীন এই মানুষগুলোকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সামাজিকভাবে মর্যাদার সাথে বাঁচার পথ করে দিয়েছেন। এ কারণেই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ঘরবাসী এই মেহমানদের দেখতে এসেছি। এসে তাদের অনুভূতিগুলো উপলব্ধি করার চেষ্টা করেছি। কথা বলার সময় তাদের ঠোটের কোণে লেগে থাকা হাসি দেখেই বুঝেছি তারা ভালো আছেন।
বুধবার (৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমীর সুলতানা কাজিপুরে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের খোঁজ নিতে এসে এসব কথা বলেন। দ্বিতীয় পর্যায়ে কাজিপুরের ৫৫ টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দলিলসহ একটি করে সেমি পাকা ঘর। এর আগে গত জানুয়ারিতে কাজিপুরের ৩৫ টি পরিবার এই উপহার পেয়েছেন।
অনুভূমি জানতে চাইলে উপজেলার সোনামুখী পূর্বপাড়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পাওয়া ষাটোর্ধ ছন্দা খাতুন জানান, ‘কোনোদিন স্বপও দেহি নাই আমাগোরে পাকা ঘর হইবো। মানুষের বাড়ি বাড়ি থাইক্যা কত কতা হুনছি। এহন ঘর আর জমি দিছে শেখের বেটি। আল্লায় তারে ভালো করুন।’
উপজেলার উত্তর পাইকপাড়া ও সোনামুখী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শণকালে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।