ঢাকায় পৌছালো জাপানের উপহার আড়াই লাখ করোনার টিকা

S M Ashraful Azom
0
ঢাকায় পৌছালো জাপানের উপহার আড়াই লাখ করোনার টিকা



সেবা ডেস্ক: কোভাক্স সুবিধার আওতায় প্রথম চালান হিসেবে জাপানের কাছ থেকে প্রাপ্ত দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আজ শনিবার দেশে পৌঁছেছে।

শনিবার বিকেল সাড়ে ৩টায় টিকার চালান বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন টিকার এ চালান গ্রহণ করেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানান, জাপান কয়েক ধাপে ২ দশমিক ৯ মিলিয়ন ডোজের বেশি আ্যাস্ট্রাজেনেকা টিকা পাঠাচ্ছে। 

তিনি আরো জানান, দেশবাসীর জন্য টিকার অব্যাহত সরবরাহ নিশ্চিত করতে সরকার এরই মধ্যে বাণিজ্যিকভাবে ক্রয়ের পাশাপাশি কোভ্যাক্সের আওতায় বিভিন্ন উৎস থেকে আরো করোনার টিকা সংগ্রহের সুব্যবস্থা করেছে।

কোভ্যাক্স হচ্ছে একটি বিশ্বব্যাপী করোনার টিকার সুষম সরবরাহ লাভের লক্ষ্যে টিকা অ্যালায়েন্স ‘গাভি’ পরিচালিত একটি বৈশ্বিক জোট। 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top