পিএসসির পরীক্ষা দিতে লাগবে টিকা সনদ বা প্রমাণপত্র
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রত্যেক পরীক্ষার্থীকে করোনার টিকা নিতে হবে। করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ থাকার কারণে টিকাগ্রহণের প্রমাণ পত্র লাগবে।
বুধবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (যুগ্ম-সচিব) নূর আহমদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুণ্ন রাখার স্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিগুলোর যেকোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে পরীক্ষার্থীদের করোনা টিকাগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরীক্ষার্থীদেরকে নিজ উদ্যোগে টিকাগ্রহণ নিশ্চিত করে এ সংক্রান্ত প্রমাণপত্র বা সনদপত্র সংগ্রহে রাখতে হবে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।