জামালপুরের দেওয়ানগঞ্জ থানাধীন সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের আই.সিকে ডবল কেবিন গাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে। ৮ আগস্ট রোববার
জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ অত্র তদন্ত কেন্দ্রের আইসিকে (পুলিশ পরিদর্শক নিরস্ত্র) যোয়াহের হোসেন খানের নিকট একটি ডবল কেবিন গাড়ির চাবি হস্তান্তর করেন।
পরে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমদ আই. সি. কে দিকনির্দেশনা দেন এবং তদন্ত কেন্দ্রস্থ এলাকার হাইওয়ে-তে নিয়মিত ভেহিক্যাল পেট্রলিং ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাড়িটির সর্বোত্তম ব্যবহার করতে নির্দেশ প্রদান করেন।
এসময় দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত কবির ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।