সেবা ডেস্ক: বস্তুনিষ্ঠ ও জনকল্যাণকর সংবাদ পরিবেশনে দেশের সাংবাদিকদের আরো বেশি ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করলেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ শুক্রবার (১৩ আগষ্ট) বেলা ১২টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে 'সাংবাদিক কল্যাণ ট্রাস্ট' হতে প্রাপ্ত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণের কথা চিন্তা করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। ফলে সাংবাদিকরা উপকৃত হচ্ছেন। করোনাকালে প্রধানমন্ত্রীর এ সহায়তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, পৌর মেয়র নাজমুল হক সনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন-অল রশিদ, জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নওগাঁ জেলার ৫১ জন সাংবাদিকের হাতে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ১০ হাজার টাকার চেক তুলে দেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।