কাজিপুর থেকে এনামুল হক মনি: বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অক্সফোর্ড ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলার প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর সভাপতি ও প্রধান শিক্ষকদের সাথে এসময় মতবিনিময় করেন কেন্দ্রীয় কমিটির সদস্যরা।
সংগঠনটির সিরাজগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক রিমা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আরিফুর রহমান (অপু)।
এসময় জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।