রৌমারীতে পোনা মাছ অবমুক্ত ও উপকরণ বিতরণ
শফিকুল ইসলাম: ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় মৎস সপ্তাহ ২০২১ উৎযাপন উপলক্ষে পোনা মাছ অবমুক্ত ও উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) দুপুরের দিকে উপজেলা পরিষদ পুকুরে ২০ কেজি পোনা মাছ অবমুক্ত ও ১০ জন মাছ চাষিদের মাঝে দানাদার খাদ্য ১০, চুন ১০, লবন ৫ কেজি ও এরোটর মেশিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার, উপজেলা মৎস কর্মকর্তা বদরুজ্জামান মিয়া রানা, অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মোক্তার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী শেখবর আলী, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু প্রমুখ।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।