সেবা ডেস্ক: জামালপুরের বকশিগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে পৌর এলাকার সীমারপাড় গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
লামইয়া (৯) আহাদ আলীর মেয়ে।
জানা যায় সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ঘরেই খেলাধুলা করছিলো আহাদ আলীর কন্যা শিমু লামইয়া।
খেলাধুলার সময়ে বৈদ্যুতিক শর্ট-সার্কিটযুক্ত ঘরের টিনের বেড়ায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয় লামইয়া।
পরে সেখান থেকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় লামইয়া।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।