মেলান্দহে হিরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক
সেবা ডেস্ক: জামালপুরের মেলান্দহে অভিযান পরিচালনা করে মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জামালপুর র্যাব-১৪।
জামালপুর র্যাব-১৪ এর প্রেস বিপ্ততিতে জানা যায়, আজ রবিবার দুপুর আড়াইটার সময় জামালপুরের মেলান্দহ উপজেলার দেওলাবাড়ীর বাসুদেবপুর ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তায় উপরে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে উক্ত গ্রামের মো. তাছের শেখ এর পুত্র মাদক ব্যবসায়ী মো. জিয়া শেখ কে মাদকসহ আটক করে।
এ সময় ঐ মাদক ব্যবসায়ীর নিকট হতে সাড়ে ৩ গ্রাম হিরোইন ও একটি মোবাইল সেট উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।