কাজীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে আনন্দ র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
🕧Published on:
সেবা ডেস্ক: কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আনন্দ র্যালি, আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা আ.লীগের আয়োজনে র্যালিটি আ.লীগ কার্যালয় থেকে বের হয়ে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে।
পরে আ.লীগ কার্যালয়ে উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজীপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন সহ উপজেলা, ইউনিয়ন আ.লীগ ও তার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।