নূরুজ্জামান খান: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একযোগে গণটিকা প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বকশীগঞ্জে চলছে গণটিকা কর্মসূচি।
উপজেলার পৌরসভা ও ৭টি ইউনিয়নে নিদিষ্ট টিকা কেন্দ্রে সকাল নয়টা থেকে একযোগে দশ হাজার পাঁচ শত টিকা প্রদান করা হয়েছে।
এসময় টিকা কেন্দ্র গুলি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।