কাজিপুরে গণটিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ হাজার ৭১৮ জন
🕧Published on:
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৭ হাজার ৭১৮ জন।
আর আগে গত ৭ আগস্ট গণটিকার প্রথম ডোজ টিকা নিয়েছিলেন ৮ হাজার ৯৬৪ জন। সে মোতাবেক দ্বিতীয় ডোজ নেননি ১ হাজার ২৪৬ জন।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার ১২ ইউনিয়নের ১২ টি কেন্দ্রের মোট ৪৫ টি বুথে গণটিকা প্রদান করা হয়।
টিকা গ্রহণকারিগণ প্রথম ডোজ টিকা যে কেন্দ্রে নিয়েছিলেন দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে নিয়েছেন।
গত মঙ্গলবার সকাল ৯টা থেকে একযোগে কোভিড-১৯ দ্বিতীয় ডোজ গণটিকাদান কর্মসূচি শুরু হয়।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল জানান, যারা দ্বিতীয় ডোজ টিকা সময় মত গ্রহণ করতে পারেননি তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা নিতে পারবেন। সেক্ষেত্রে তাকে অবশ্যই টিকা কার্ড সঙ্গে আনতে হবে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।