ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সার্ভিস উদ্বোধন

S M Ashraful Azom
0
ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সার্ভিস উদ্বোধন



সেবা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সার্ভিস চালু করেছে।

গতকাল শনিবার বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন যৌথভাবে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সার্ভিসের উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ই-পাসপোর্ট চালু হওয়ায় সারাবিশ্বে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের দুর্ভোগ লাগব হবে বলে আশা করেন।

এ সময় তিনি প্রবাসী বাংলাদেশীদের কাঙ্ক্ষিত সেবা প্রদানে ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ এবং বিদেশে বাংলাদেশ মিশনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

গত ১০ সেপ্টেম্বর নিউইয়র্ক কনস্যুলেট এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেমের উদ্বোধন করা হয়। এর আগে, বালির্ন ও এথেন্সেও উদ্বোধন করা হয়। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top