পূজার আগেই পায়েলের ব্লাউজহিন ছবিতে কাবু নেটিজেনরা
🕧Published on:
সেবা ডেস্ক: সন্নিকটেই দূর্গা পূজা, তাই সকলেই মেতে উঠেছেন আনন্দে। শুরু হয়ে গিয়েছে শপিংও। তারকারাও ব্র্যান্ডের ফটোশুট শুরু করে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্টও করছেন নায়িকারা। রোববার ইনস্টাগ্রামে পায়েল সরকারও এমনই একটি ছবি পোস্ট করলেন।
উন্মুক্ত পিঠ, সাদা লাল শাড়িতে সেজেছেন নায়িকা। কোঁকড়ানো চুল, নাকে বড় নাকছাবি, হাতে গলায় সোনালি রঙের গয়না, কপালে লাল টিপ।
প্রোফাইল ছবি পোস্ট করেছেন পায়েল, আর তাতেই কুপোকাত ফ্যানেরা। আরো উজ্জ্বল নায়িকা, সৌন্দর্য যেন ঠিকরে বের হচ্ছে পায়েলের।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ভালোবেসে সখী নিভৃতে যতনে, আমার নামটি লিখো।
অনুরাগীরা ভালবাসা ভরিয়ে দিয়েছেন এই ছবি, কেউ বলেছেন মা দূর্গা, কেউ আবার পরমসুন্দরী বলে কাবু হয়েছেন নায়িকার রূপের ছটায়।
প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দিয়েছেন নায়িকাকে।
নিন্দুকেরাও ছাড়েন নি পায়েলকে, বলেছেন তিনি এখনো বিজেপিতে আছেন নাকি তৃণমূলে যোগ দিলেন।
যদিও নায়িকা পজেটিভ ভাইবসে বিশ্বাসী।
তিনি এমন কমেন্ট বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে গিয়েছেন।
সব ভুলে পূজার আগে কাজে মন দিয়েছেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।