দুর্গাপূজা উপলক্ষ্যে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
🕧Published on:
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সনাতন ধর্মাবলীম্বেদের মহা উৎসব আসন্ন দুর্গাপূজা উপলক্ষে তিন কোটি টাকার আর্থিক অনুদান দিয়েছেন।
আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে এ চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারি শুরুর পর এই প্রথম বিদেশ সফর তার।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।