কৌশানী মুখোপাধ্যায় বনি’র এক চল্লিশ নম্বর প্রেমিকা

S M Ashraful Azom
0
কৌশানী মুখোপাধ্যায় বনি’র এক চল্লিশ নম্বর প্রেমিকা



সেবা ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। অভিনয়ের জন্য বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশে। 

পূজন মজুমদারের ‘পিয়া রে’ সিনেমার শুটিংয়ের জন্য মঙ্গলবার ঢাকায় পৌঁছান কলকাতার এ অভিনেত্রী। 

স্বাভাবিকভাবেই এপার বাংলার পাঠকের আগ্রহ তাকে ঘিরে উতলা হচ্ছে। 

এসেই কৌশানী মুখোমুখি হলেন বাংলাদেশের একটি গণমাধ্যমের। 

জানালেন নিজের অনেক কথা। সেখানেই বনির সঙ্গে তার প্রেমের বিষয়টি সরলভাবে প্রকাশ করলেন।

সাক্ষাৎকারগ্রহীতা জিজ্ঞেস করলেন, বনি জানিয়েছিলেন, আপনার সঙ্গে প্রেমের আগে আরও প্রায় ৪০ জন মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছিল তার। 

আপনি কি এটি জানতেন? জবাবে কোনো ভণিতা ছাড়াই কৌশানী চটপটে জবাব দিলেন। বললেন, হ্যাঁ জানি, সব শুনেছি। 

এতে আমার একদমই সমস্যা নেই। 

কারণ, আমার সঙ্গে সম্পর্ক হওয়ার আগের ঘটনা এটি। এখন তো বনির সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক নেই, এটাই বড় কথা।

পিয়া রে সিনেমার প্রস্তুতি সম্পর্কে এ নায়িকা বলেন, ছবির গল্প আগেই জেনেছি। ছবির নাম দেখলেই তো বোঝা যায়, এটি রোমান্টিক ছবি। 

আগামী কালীপূজায় কলকাতায় আমার একটি ছবি মুক্তি পাবে। 

সেই ছবির শুটিং থেকেই এখানে এলাম। 

কিছুটা তাড়াহুড়া করেই আসা। কাল থেকে শুটিং। 

আজকের দিনটা পাচ্ছি। শুটিংয়ের আগে সবকিছুই বুঝে নেব। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top