বকশীগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
🕧Published on:
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা আজ মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, ইউএনও মুন মুন জাহান লিজা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, এসিল্যান্ড স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা পিআইও মেহেদী হাসান টিটু, সাবেক সিভিল সার্জন ডা. সিদ্ধেশ্বর সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, উপজেলা হিন্দু পরিষদের সভাপতি রমেশ চন্দ্র রায়, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, ইউপি সদস্য গঙ্গারাম দাস প্রমুখ।
সভায় জানা যায়, এ বছর বকশীগঞ্জ উপজেলায় ১৩ টি মন্ডপ নির্মাণ করা হয়েছে। প্রতিটি মন্ডপের বিপরীতে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রস্তুতি সভায় ১৩ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।