কাজিপুরে জোরপূর্বক দোকনঘর দখলের চেষ্টা: ভাংচুর

S M Ashraful Azom
0
কাজিপুরে জোরপূর্বক দোকনঘর দখলের চেষ্টা ভাংচুর


কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে এক ব্যক্তির নিজ দখলীয় দোকনঘরে হামলা চালিয়ে ভাংচুর করে দখল নেবার চেষ্টা করা হয়েছে। 

এই ঘটনায় দোকানমালিক কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

থানায় দেয়া অভিযোগ ও সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের হাটশিরা গ্রামের মোকাদ্দেস আলীর পুত্র মোস্তাফিজুর রহমান তার কবলাকৃত জমিতে কয়েক বছর পূর্বে একটি দোকানঘর তোলেন। 

ওই ঘরে বেশ কিছুদিন তিনি ব্যবসা করলেও ঘরটি বর্তমানে খালি পড়েছিলো। 

গত শনিবার বেলা ১১ টায় একই গ্রামের রবিউল ইসলাম ও তার স্ত্রী লোকজন নিয়ে এসে ওই দোকানঘরটির চালা খুলে নেন। 

এক পর্যায়ে ঘরের সিমেন্টের খুঁটি তুলে ভেঙ্গে ফেলে ওই জায়গা দখলে নেবার চেষ্টা করেন। 

ঘরের উত্তর পাশের টিনের বেড়ার সাথে বিদ্যুতের মিটার থাকায় পুরো ঘরটি ভেঙ্গে ফেলার চেষ্টা করেও তারা পারেননি। 

খবর পেয়ে মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে দিয়ে লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারেন রবিউল ও তার লোকজন এই কাজ করেছেন। 

এই ঘটনায় রবিবার রাতে রবিউল ও তার স্ত্রীকে আসামী করে দোকান মালিক মোস্তাফিজুর কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন । 

সোমবার (১১ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল হাটশিরা বাজারে গিয়ে কথা হয় মোস্তাফিজুর রহমানের সাথে, তিনি জানান, ওই দাগের ৫১ শতাংশ জমি ২০১২ সালে  আমাদের মা আমিসহ ভাইদের নামে কবলা দলিল করে দেন। 

সে বছর আমার মামা ও তার ছেলে রবিউল মিলে কোর্টে মামলা করেন। 

২০১৮ সালে ওই মামলায় আমরা রায় পাই। পরে তারা আবার আপিল করেছে। 

এরইমধ্যে রবিউল জোরপূর্বক আমাদের জায়গা দখল নিতেই দোকান ঘরে সন্ত্রাসী হামলা চালিয়েছে। 

কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার অভিযোগের কথা স্বীকার করে জানান, ঘটনাস্থল পরিদর্শন ও খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।  

 এ বিষয়ে রবিউল ইসলামের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কথা বলতে রাজী হননি।’ 

  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top