রৌমারীতে ক্লাস চলাকালিন সময়ে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন

Seba Hot News : সেবা হট নিউজ
0

শফিকুল ইসলাম: বাইটকামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস চলাকালিন সময়ে মানববন্ধন করানোর অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান এর বিরুদ্ধে।

Students form human chain during class in Roumari
রৌমারীতে ক্লাস চলাকালিন সময়ে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন 




রবিবার সকাল সোয়া ১১ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানববন্ধন করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মো. আবুল কালাম আজাদ, মো. হুমায়ুন কবীর, বীর আবুল কালাম আজাদ, পল্লি চিকিৎসক নজরুল ইসলাম বাচ্চু প্রমূখ। 

জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাইটকামারী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুর মোহাম্মদ মোল্লা ও সহকারি শিক্ষিকা ইশরাত জাহানকে অকথ্য ভাষায় গালিগালাজসহ নানা প্রকার ভয়ভীতি ও বসতবাড়ি ভেঙ্গে দেওয়ার হুমকি প্রদান করে এবং উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি করেন। পরে অন্যান্য শিক্ষকরা এগিয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। এঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাতে নুরমোহাম্মদ বাদী হয়ে তিনজনকে বিবাদী করে রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

থানায় অভিযোগ করায় প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আরো ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে অভিযোগ প্রত্যাহার ও সহকারি শিক্ষক দুইজনের বদলী চেয়ে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান এর উদ্যোগে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জোর করে মানববন্ধনে অংশ গ্রহণ করায়। শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করায় তাদের অভিভাবকরা হতবাক হয়েছেন।

ষষ্ঠ শ্রেণির ছাত্রী বিথি আকতার জানায়, তাদের দিয়ে জোর করে স্কুলের সামনে মানববন্ধন করানো হয়েছে।

অভিবাবক মো. নজরুল ইসলাম জানান, তাদের সন্তানদের স্কুলে দিয়েছেন পড়াশোনার জন্য। কিন্তু স্কুলের লোকজন তাদের দিয়ে জোর করে মানববন্ধন করিয়েছেন। একজন শিক্ষকের পক্ষ নিয়ে অন্য একজন শিক্ষকের বিরুদ্ধে অবুঝ সন্তানদের ব্যবহার করা মোটেই ঠিক করেনি। কিন্তু আমাদের সন্তানদের নিয়ে ব্যক্তি স্বার্থ উদ্ধারে মানববন্ধন করিয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ।

বাইটকামারী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান শিক্ষার্থী নিয়ে মানববন্ধন করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্কুল চলাকালিন সময়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে মানববন্ধন করা ঠিক-বেঠিক আমি জানিনা। আপনারা নিউজটা ভাইরাল করিয়েন না। এটা নিয়ে মিমাংসার আলোচনা চলছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রউফ জানান, বাইটকামারী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানববন্ধন বিষয়ে আমাকে কিছু জানায়নি এবং স্কুল চলাকালিন সময়ে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে মানববন্ধন করা সম্পর্ণ অবৈধ। খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, এবিষয়ে কিছু জানিনা, তবে খোজ নিয়ে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন


মানববন্ধন- নিয়ে আরও পড়ুন
জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ
জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ
মাউশির ডিজি নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবীতে জামালপুরে মানববন্ধন
মাউশির ডিজি নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবীতে জামালপুরে মানববন্ধন
ইসলামপুরে মাদক ও চোরের উপদ্রুপ বৃদ্ধির প্রতিবাদে সভা ও মানববন্ধন
ইসলামপুরে মাদক ও চোরের উপদ্রুপ বৃদ্ধির প্রতিবাদে সভা ও মানববন্ধন
জামালপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতির মানববন্ধন
জামালপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতির মানববন্ধন
সুমাইয়া হত্যা বিচাবের দাবীতে ইসলামপুরে মানবন্ধন
সুমাইয়া হত্যা বিচাবের দাবীতে ইসলামপুরে মানবন্ধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top