আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
![]() |
জামালপুরে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন |
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা বিএনপি এই কর্মসুচির আয়োজন করে।
শহরের দয়াময়ী মোড় থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় শহরের প্রধান সড়কের দুইপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী, যাত্রী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসুচিতে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।
লিফলেট বিতরণ শেষে অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। ৩১ দফা কোনো দলীয় ইশতেহার নয়, এটি বাংলাদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতের নকশা। তাই ৩১ দফা বাস্তবায়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ধানের শীষে ভোট দিবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
বিএনপি - নিয়ে আরও পড়ুন

কাজিপুরে বিএনপির তিন নেতার গণমাধ্যমে নির্বাচনী ভাবনা প্রচার

কাজিপুরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সভা

ইসলামপুরে জনতার দোয়া-ভালোবাসায় সিক্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম মিয়া

শিগগিরই দেশে ফিরে আসবেন তারেক রহমান: বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত

আওয়ামী লীগের সাথে ছবি আছে এমন কেউ কমিটিতে আসতে পারবে না
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।