কাজিপুরে অটোভ্যান চাপায় শিশু নিহত
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে অটোভ্যান চাপায় জান্নাতি খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
নিহত ওই শিশু উপজেলার স্থলবাড়ি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার স্থলবাড়ি গ্রামের ইউপি সদস্য রফিকুল ইসলামের বাড়ির পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতি অ
ন্যান্য শিশুদের সাথে রাস্তার পাশ দিয়ে হাটছিল।
এ সময় একই গ্রামের ভ্যানচালক আসাদুল ইসলাম সোনামুখী থেকে স্থলবাড়ির দিকে ফিরছিলেন।
পথিমধ্যে শিশুটি ভ্যানচাপায় মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
পরে স্বজনরা চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে রাস্তার মধ্যেই সে মারা যায়।
এ তথ্য নিশ্চিত করেছেন স্থলবাড়ি গ্রামের ইউপি সদস্য রফিকুল ইসলাম। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থলে যান নি।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।