রাসেল দিবসে কাজিপুরে শিক্ষার্থীদের মাঝে তালবীজ বিতরণ
কাজিপুর প্রতিনিধি: জাতিরজনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে তালের বীজ রোপন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
এসময় তালগাছে রোপনের নানা উপকারিতার বিষয়ে কথা বলেন উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম।
তিনি বলেন, তালগাছে একদিকে আমাদের ফল দেবে অন্যদিকে বজ্রপাত প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই বেশি করে তালগাছ লাগাই বজ্রপাত থেকে রক্ষা পাই।
এরপর কাজিপুর উপজেলা পরিষদ আদর্শ একাডেমির শিক্ষার্থীদের মাঝে তালের চারা বিতরণ করা হয়।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।