প্রতিমা ও মন্দির ভাংচুরের প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন
🕧Published on:
উল্লাপাড়া প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ও মন্দির ভাংচুর, অগ্নি সংযোগ এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উল্লাপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা পূজা উদযাপন কমিটি এ প্রতিবাদ সভার আয়োজন করেন।
আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু গৌতম কুমার দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবলু কুমার ভৌমিক, সহ-সভাপতি সুজিত কুমার ঘোষ, শিক্ষক দুলাল কুমার দত্ত, গণেশ কুমার দত্ত ও গৌর হরি পাল প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ।
এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্ঠান সকল সম্প্রদায়ের মানুষ অম্প্রদায়িক চেতনায় বেড়ে ওঠে এবং সম্প্রতি ও সৌহার্দ নিয়ে একই সমাজে বসবাস করে।
এক শ্রেণীর ধর্মান্ধ মানুষ অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করার জন্য দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ও মন্দির ভাংচুর, অগ্নি সংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে।
যে কোন মুল্যে তাদের প্রতিহত করে একটি সুন্দর সমাজ বিনির্মাণের আহবান জানান প্রতিবাদ সভায় বক্তারা।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।