ইসলামপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বরণ
🕧Published on:
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের বরণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জামান আব্দুন নাছের বাবুল।
ইসলামপুর উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা প্রকৌশলী আমিনুল হকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, সরকারি কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,থানা অফিসার ইনচার্জ আল মামুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধূরী শাহিন, শাহাদত হোসেন স্বাধীন,পাথর্শী ইফতেখার আলম বাবুল, হারুনূর রশিদ হারুন, আব্দুল মালেক, আব্দুস ছালাম প্রমূখ।
এতে উপজেলা প্রশাসন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।