কুড়িগ্রামে দূর্গাপুজার আইন-শৃংখলা পরিস্থিতি পরিদর্শনে রেঞ্জ পরিচালক

Seba Hot News
0
কুড়িগ্রামে দূর্গাপুজার আইন-শৃংখলা পরিস্থিতি পরিদর্শনে রেঞ্জ পরিচালক



জি এম রাঙ্গা: ১৪ অক্টোবর বৃহস্পতিবার আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ, পিভিএমএস কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার পুজামন্ডপের আইন-শৃংখলা রক্ষার ব্যবস্থাপনা পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তিনি নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ও পুজা মন্ডপ কমিটি’র সাথে মত বিনিময় করেন। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র দায়িত্বপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট মোঃ ইবনুল হক, হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান। 

এবছর কুড়িগ্রাম জেলায় ৫৫৪টি পুজা মন্ডপে ৭৩টি মোবাইল টিমে ৮৪০ জন আনসার ও ভিডিপি সদস্য ৭৩টি মাইক্রোবাসে মোবাইল টিমের মাধ্যমে পূজা মন্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে। 

তিনি পর্যায়ক্রমে রংপুর রেঞ্জের বিভিন্ন জেলার পূজা মন্ডপে আইন-শংখলা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যদের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করে যাচ্ছেন। 

তিনি ১২ অক্টোবর লালমনিরহাট জেলার ও ১৩ অক্টোবর রংপুর, দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার পূজামন্ডপের নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন। 

এসময় তিনি জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকাদেরকে পূজামন্ডপ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন এবং নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহবান জানান। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top