ঘাটাইলে শারদীয় দূর্গাউৎসব অনুষ্ঠিত
ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলের শারদীয় দূর্গাউৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দিগড় ইউনিয়নের গারট্র শারদীয় দুর্গোৎস পূজা কমিটির আয়োজনে পুজা মন্ডবে সম্প্রীতিসভা,অসহায় ও দু:স্থদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসব পূজা কমিটির সভাপতি বাবু গৌতম কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আলহাজ্ব আতাউর রহমান খান।
উদ্বোধক ছিলেন,সাবেক এমপি আলহাজ্ব আমানুর রহমান খান রানা,প্রধান আলোচক ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য মো: মোস্তফা কামাল হুমায়ন হিমু, বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবিলীগের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি মীর রাশেদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোছা: ফারজানা ইয়াসমীন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,গারট্র শারদীয় দুর্গোৎসব পূজা কমিটির সদস্য প্রফেসর অধীর চন্দ্র সরকার।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।