শতবর্ষের আলোয় ঢাবি

Seba Hot News
0
শতবর্ষের আলোয় ঢাবি



সেবা ডেস্ক: কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে’র (ঢাবি) শতবর্ষপূর্তি মহান স্বাধীনতা’র সুবর্ণজয়ন্তী উৎসব। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ডিসেম্ব’র বিশ্ববিদ্যালয়ে’র কেন্দ্রীয় খেলা’র মাঠে শতবর্ষপূর্তি উৎসব উদ্বোধন ক’রবেন। 

উপলক্ষে আগামী ১৬ ডিসেম্ব’র পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বর্ণিল সাজে সজ্জিত রাখা’র সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

শনিবা’র (২৭ নভেম্ব’র) রাতে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে’র কার্জন হল, কলা ভবন, ভিসি চত্ব’র, স্মৃতি চি’রন্তন, বিশ্ববিদ্যালয় ক্লাব ভবন, টিএসসি চত্ব’র, সামাজিক বিজ্ঞান ভবনসহ পুরো ক্যাম্পাস এবং ফুলা’র রোডসহ আশেপাশে’র বিভিন্ন সড়ক লাল, সবুজ, নীল ‘রঙে’র বাতি’র আলোয় সাজানো হয়েছে। এছাড়াশতবর্ষে’র আলোয় ঢাকা বিশ্ববিদ্যালয়নামে বক্স বিভিন্ন ধ’রণে’র প্ল্যাকার্ড ‘রঙ্গিন আলো ছড়াচ্ছে ক্যাম্পাস জুড়ে।

 

রীতিমতো উৎসবে পরিণত হয়েছে ঢাবি ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ে’র শিক্ষার্থী ছাড়াও ক্যাম্পাসে ঘু’রতে আসা দর্শনার্থী কিংবা ক্যাম্পাসে’র রাস্তায় যাতায়াতকারী সবা’র দৃষ্টি আকর্ষণ ক’রছে বর্ণিল আলোকসজ্জা। শিক্ষার্থীরা সুন্দ’র মুহূর্তগুলো’র সাক্ষী হওয়া’র জন্য ছবি তুলে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

 

বিশ্ববিদ্যালয়ে’র ইসলামিক স্টাডিজ বিভাগে’র প্রথম বর্ষে’র শিক্ষার্থী রাহাদ উদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে’র শতবর্ষ এবং বাংলাদেশে’র স্বাধীনতা’র সুবর্ণজয়ন্তী’র মাহেন্দ্রক্ষণে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে’র শিক্ষার্থী হতে পেরে খুবই ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ে’র এমন নতুন সাজে নিজেকে যেন হারিয়ে ফেলতে ইচ্ছে ক’রছে। দেখে মনে হচ্ছে যেন নববধূ’র সাজে সজ্জিত হয়ে বসে আছে আমা’র প্রাণে’র ক্যাম্পাস, আমা’র প্রিয় শিক্ষাঙ্গন, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে’র শিক্ষার্থী তামান্না আক্তা’র বলেন, সত্যি বলতে আমি খুবই এক্সাইটেড। এমন মুহূর্তে’র সাক্ষী হতে পেরে আমি গর্বিত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ আমাদে’রকে এমন আনন্দঘন পরিবেশ উপহা’র দেওয়া’র জন্য।

 

বিষয়ে বিশ্ববিদ্যালয়ে’র প্রক্ট’র অধ্যাপক . একেএম গোলাম ‘রব্বানী বলেন, শতবর্ষ উদযাপনে আমরা কোনো কিছু’র কমতি রাখব না। ক্যাম্পাস সাজসজ্জা’র কাজ শুরু হয়েছে। ৩০ ডিসেম্বরে’র মধ্যে ক্যাম্পাসকে বর্ণিলভাবে সাজানো হবে। আশা ক’রছি শিক্ষার্থীরা প্রাণভরে উপভোগ ক’রতে পা’রবে।

 

উপাচার্য অধ্যাপক . মো. আখতারুজ্জামান বলেন, শতবর্ষ উদযাপনে’র লক্ষ্যে আমরা নানান কর্মসূচি, নানান উদ্যোগ হাতে নিয়েছি। ক্যাম্পাসে’র এই বর্ণিল সাজ তা’রই অংশ। যথাযোগ্য মর্যাদায় বর্ণিলভাবে শতবর্ষ উদযাপনে আমাদে’র প্রস্তুতি সম্পন্ন।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে’র উপাচার্য অধ্যাপক . মো. আখতারুজ্জামানে’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ভুটানে’র প্রধানমন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে’র অ্যালামনাই লোটে শেরিং ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেবেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় সংসদে’র স্পিকা’র . শিরীন শা’রমিন চৌধুরী।

 

উদ্বোধনী অনুষ্ঠানে শতবর্ষে’র তথ্যচিত্র প্রদর্শন শতবর্ষে’র থিম সং পরিবেশন করা হবে। এছাড়া, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ে’র শতবর্ষপূর্তি মহান স্বাধীনতা’র সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত গ্রন্থসমূহ, ফটোগ্রাফি অ্যালবাম ওয়েবসাইট উদ্বোধন ক’রবেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প’ররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে’র চেয়া’রম্যান অধ্যাপক . কাজী শহীদুল্লাহ এবং ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনে’র সভাপতি কে আজাদ।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ওই দিন বিকেল ৪টায় কেন্দ্রীয় খেলা’র মাঠে আলোচনা সভা সন্ধ্যা সাড়ে ৫টায় খ্যাতিমান শিল্পীদে’র অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top