দেওয়ানগঞ্জে থেমে নেই অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার
🕧Published on:
দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বেপরোয়া ভাবে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার।
উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে কিছু সংখ্যক ড্রেজার মেশিন জ্বালিয়ে পুড়িয়ে গুড়িয়ে দেওয়া হলেও থেমে নেই অবৈধভাবে বালু উত্তোলন।
ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর টু জোয়ানেরচর এলজিইডি রাস্তার বিন্দুরচর ব্রীজের পাশে ২টি, একটু পশ্চিম পাশে বিলের মাঝে ১টি, নিমাইমারী/ মাখনেরচর ঘাট এলাকায় জিঞ্জিরাম নদীতে ১টি, সানন্দবাড়ী বাজার রক্ষা বাঁধের উত্তর পাশে জিঞ্জিরাম নদীতে ২টি অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার চলমান রয়েছে।
একইভাবে চরআমখাওয়া ইউনিয়নের মকিরচর ইট ভাটার কাছে ১টি ড্রেজার মেশিন চলছে। এছাড়াও বিভিন্ন জায়গায় চলছে ড্রেজার স্থাপনের প্রস্তুতি।
এসব ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে হুমকিতে আছে সরকারি বিভিন্ন স্থাপনা।
তবে কোন ঐশ্বরিক ক্ষমতা বলে অভিযান পরিচালনার আগেই, খবর পেয়ে যান ড্রেজার মালিকগণ প্রশ্ন সচেতন মহলের।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।