কাজিপুরে স' মিলের লাইসেন্স না থাকায় অর্থদণ্ড
কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে দুটি স' মিলের মালিককে লাইসেন্স না থাকার দায়ে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার মেঘাই নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে এই অর্থদণ্ড করা হয়।
আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন কাজিপুর থানা পুলিশ।
মেঘাই নতুন বাজার এলাকায় অবস্থিত স' মিল দুটির মালিকরা হলেন, উপজেলার সাউদটোলা গ্রামের আসমতের পুত্র জহুরুল ইসলাম ও মুসলিমপাড়া গ্রামের সেজাব উদ্দিনের পুত্র শহিদুল ইসলাম।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম জানান, লাইসেন্স না থাকার দায়ে করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী স' মিল দুটির মালিককে অর্থদণ্ড করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।