বকশীগঞ্জে ধানুয়া কামালপুর মুক্ত দিবস উপলক্ষে প্রস্ততি সভা

🕧Published on:

বকশীগঞ্জে ধানুয়া কামালপুর মুক্ত দিবস উপলক্ষে প্রস্ততি সভা



নূরুজ্জামান খান: জামালপুরের বকশীগঞ্জে ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

প্রস্তুতি সভায় উপলো নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, এসিল্যান্ড স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, বীরমুক্তিযোদ্ধা ড. মোফাজ্জল হোসেন, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, জহরুল হক মুন্সী (বীর প্রতীক), বছির আহাম্মেদ (বীর প্রতীক), নূর ইসলাম (বীর প্রতীক) ,বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী , উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি ও ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল সহ বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আগামি ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত দিবস উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছেন বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ। 

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।