নিজেদের উদ্যোগে মূল ফটক ও সীমানা প্রাচীর নির্মাণ-এমপি দিলেন বাহবা

🕧Published on:

নিজেদের উদ্যোগে মূল ফটক ও সীমানা প্রাচীর নির্মাণ-এমপি দিলেন বাহবা



কাজিপুর প্রতিনিধি: নিজেদের অর্থায়ণে দীর্ঘদিনের কষ্ট লাঘবে আফজাল হোসেন মোমেরিয়াল ডিগ্রি কলেজের মূল ফটক ও সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। 

রবিবার বিকেলে উপজেলার চালিতাডাঙ্গায় কলেজের এই নির্মাণ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

উদ্বোধন শেষে তিনি কলেজ মিলনায়তনে শিক্ষক কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। 

এসময় এমপি কলেজ পরিচালনা কমিটিসহ শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ ও বাহবা জানান। তিনি বলেন, আমার মরহুম পিতা এই কলেজের দ্বিতল একাডেমিক পাকা ভবন করে দিয়েছেন। আমরা চেষ্টা করছি ডিজিটাল ল্যাব দেবার। আপনারা নিজেদের উদ্যোগে যে কাজগুলো করছেন সেটি অন্য যেকোন প্রতিষ্ঠানের জন্যে দৃষ্টান্ত হতে পারে। এই সাহসী পদক্ষেপের জন্যে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

 কলেজ পরিচালনা কমিটির সভাপতি শামছ ই ইলাহী অনুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শিক্ষক প্রতিনিধি ওয়াহিদুজ্জামান মিনু। 

  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।