নিলক্ষিয়া ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক নাদিমের গণসংযোগ
নূরুজ্জামান খান: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম গণ-সংযোগ করেছেন।
রবিবার বিকালে নিলক্ষিয়া ইউনিয়নের নুরগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় তিনি গণ সংযোগ করেন।
তার গণসংযোগ কালে জনতার ঢল নামে। সাধারন মানুষ ভালবাসায় সিক্ত হন গোলাম রাব্বানী নাদিম।
গোলাম রাব্বানী নাদিম, নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন সাংবাদিক। দেশসেরা অনলাইন বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধিসহ ৭১টিভি ও মানবজমিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে প্রায় ১ যুগ ধরে সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন।
এছাড়া তিনি স্থানীয় সাপ্তাহিক বকশীগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসাবে দায়িত্ব পালন করেন।
সাংবাদিক নাদিম এলাকায় অন্যায়ের প্রতিবাদকারী হিসাবে সুখ্যাতি রয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।