উল্লাপাড়ায় ৪৯ পাউন্ড কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ পাউন্ড কেক কেটে ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, ৪৯ পাউন্ড কেক কর্তন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যদিয়ে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিতহয়।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
আরও বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমির, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাতেন হিরু, প্রফেসর ইদ্রিস আলী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম আরজু প্রমুখ।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।