জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু
🕧Published on:
জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে সদরের নারিকেলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয় আরও ২ সিএনজি যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জামালপুরের মেলান্দহ থেকে টাঙ্গাইলগামী একটি সিএনজি নারিকেলি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী আবুল কালাম আজাদ (৪৫) ও মিন্টু (২৮) এর মৃত্যু হয়। নিহত আবুল কালাম আজাদ মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের ওসমান গনীর ছেলে এবং নিহত অপর যাত্রী মিন্টু সদরের ছোনটিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।
এ সময় আহত হয় আব্দুস সাত্তার (৭৫) ও মোশারফ (১৭) নামে আরও ২ সিএনজি যাত্রী।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।