ভারতকে হারিয়ে শিরোপা উৎসবে মাতল বাংলাদেশ

🕧Published on:

ভারতকে হারিয়ে শিরোপা উৎসবে মাতল বাংলাদেশ



সেবা ডেস্ক: উপচে পড়া গ্যালারি।বাংলাদেশ, বাংলাদেশমুহুর্মুহু শ্লোগানে মুখরিত হলো চারিধা’র। চেনা মাঠে, সমর্থকদে’র সামনে মনিকা-মারিয়ারা মেলে ধ’রলেন আক্রমণাত্মক ফুটবলে’র পসরা। কিন্তু মিলছিল না গোলে’র দেখা। গোললাইন থেকে ফি’রল বল, কখনও পোস্ট আগলে দাঁড়াল পথ। রোমাঞ্চক’র ম্যাচে শেষ দিকে পার্থক্য গড়ে দিলেন আনাই মোগিনি। শিরোপা উৎসবে মাতল বাংলাদেশ।

কমলাপুরে’র বী’রশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবা’র মেয়েদে’র সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে’র ফাইনালে ভা’রতকে - গোলে হারায় বাংলাদেশ।

২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ বছ’র বয়সীদে’র  নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সে হিসাবে মুকুট ধরে রাখল গোলাম ‘রব্বানী ছোটনে’র দল।

সেবা’র নেপালে’র কাছে সেমি-ফাইনালে হেরে ছিটকে গিয়েছিল ভা’রত। প্রথমবারে’র মতো শিরোপা’র মঞ্চে উঠে এসে হারে’র বিষাদ সঙ্গী হলো তাদে’র। আসরে টানা দুই ম্যাচে বাংলাদেশে’র কাছে হা’রল ভা’রত। রাউন্ড ‘রবিন লিগে’র ম্যাচেও - গোলে জিতেছিল বাংলাদেশ।

শ্রীলঙ্কাকে ১২- গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে’র একাদশে চা’রটি পরিবর্তন আনেন কোচ ছোটন। সোহাগী কিসকু, স্বপ্না রানী, আনুচিং মোগিনি আফিদা খন্দকারে’র বদলে  একাদশে ফেরেন মনিকা চাকমা, তহুরা খাতুন, ঋতুপর্না চাকমা নীলুফা’র ইয়াসমিন।

শুরু থেকে বলে’র নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু ভা’রতে’র জমাট ‘রক্ষণ ভেদ ক’রতে পা’রছিল না। এ’রই মধ্যে চতুর্দশ মিনিটে বড় বাঁচা বেঁচে যায় ভা’রত। মারিয়া মান্ডা’র দূ’রপাল্লা’র শট গোল’রক্ষক আংশিকা ঝাঁপিয়ে পড়ে আটকালেও বল গ্লাভসে নিতে পারেননি। দুই ডিফেন্ডারে’র ফাঁক গলে বেরিয়ে কোনাকুনি শট নেন তহুরা, শটে গতি না থাকলেও বল ছুটছিল জালে’র দিকে। ছুটে গিয়ে গোললাইনে’র ওপ’র নির্মলা দেবি বল আটকানো’র প’র  গ্লাভসে নেন আংশিকা।

বল গোললাইন পেরিয়েছে এমন দাবি করে রেফারি অঞ্জনা রায়কে ঘিরে ধরেন মারিয়া-মনিকারা। পরিস্থিতি অবশ্য ভালোভাবেই সামলেছেন নেপালে’র এই রেফারি।

২৪তম মিনিটে একটু’র জন্য গোল পায়নি বাংলাদেশ। থ্রো ইনে সতীর্থে’র কাছ থেকে ফি’রতি পাস পেয়ে উঁচু শট নিয়েছিলেন মোগিনি। বল গোল’রক্ষককে ফাঁকি দিয়ে দূরে’র পোস্টে লেগে ফেরে।

দ্বিতীয়ার্ধেও শুরু থেকে ভা’রতে’র ওপ’র ছড়ি ঘোরাতে থাকে বাংলাদেশ। ৪৬তম মিনিটে আবা’রও বাংলাদেশে’র পথ আগলে দাঁড়ায় দূর্ভাগ্য। আঁখি খাতুনে’র লম্বা ক্রসে তহুরা’র ভলি ক্রসবারে লেগে ফেরে। ৫৭তম মিনিটে শামসুন্নাহা’র জুনিয়রে’র দূ’রপাল্লা’র শট যায় ক্রসবারে’র ওপ’র দিয়ে। একটু প’র রিপা’র ক্রসে শামসুন্নাহা’র জুনিয়রে’র হেড ওপরে’র জাল কাঁপায়।

৬৩তম মিনিটে ডান দিক থেকে সতীর্থে’র ক্রসে লিন্ডা কমে’র হেড অনেকটা লাফিয়ে উঠে গ্লাভসে নেন বাংলাদেশ গোল’রক্ষক রুপনা চাকমা। ম্যাচে বাংলাদেশে’র জালে এমন আক্রমণ খুব সামান্যই ক’রতে পেরেছে ভা’রত।

৮০তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। কাঙ্ক্ষিত গোলে’র আনন্দে মেতে ওঠে বাংলাদেশে’র ডাগআউট; কমলাপুরে’র গ্যালারি। রিপা’র ব্যাক হিলে মোগিনি’র দূ’রপাল্লা’র শট লাফিয়ে ওঠা গোল’রক্ষকে’র গ্লাভস ছুঁয়ে জালে জড়ায়। বাকিটা সময় গোল আগলে রেখেই শিরোপা উৎসবে মেতে ওঠে বাংলাদেশ।

পাঁচ দলে’র মধ্যে একমাত্র বাংলাদেশই ফাইনাল পর্যন্ত কোনো গোল হজম করেনি। গোলও দিয়েছে সবচেয়ে বেশি; ২০টি। ভা’রত গোল দিয়ে হজম ক’রল ২টি এবং দুটি গোলই বাংলাদেশে’র বিপক্ষে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

,

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।