জামালপুরে মহান বিজয় দিসব উদযাপিত
🕧Published on:
মাহতাব বিল্লাহ তানি: নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, কুজকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় হয়।
বৃহস্পতিবার সকালে সুর্যদোয়ের সাথে সাথে শহরের দয়াময়ী এলাকায় বিজয়ের ৫০ বছর উপলক্ষে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে কুজকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুর্শেদা জামান, এছাড়াও পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, পৌর মেয়র ছানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সংগঠন এতে অংশ নেয়।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।