সব সিটি কর্পোরেশনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

S M Ashraful Azom
0
সব সিটি কর্পোরেশনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর



সেবা ডেস্ক: দেশে’র প্রতিটি সিটি কর্পোরেশনে আগামী ১১ ডিসেম্ব’র থেকে শিক্ষার্থীদে’র হাফ ভাড়া কার্যক’র করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি’র মহাসচিব খন্দকা’র এনায়েত উল্লাহ।

রোববা’র দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্তে’র কথা জানান তিনি। চট্টগ্রামে নগরীতেও ১১ ডিসেম্ব’র থেকে গণপরিবহনে শিক্ষার্থীদে’র হাফ ভাড়া কার্যক’র করা’র ঘোষণা দেন তিনি। 

এনায়েত উল্লাহ বলেন, দেশে’র অন্য শহরে যদি সিটি সার্ভিস থাকে সেখানেও হাফ ভাড়া নেয়া হবে। তবে আন্তঃজেলা পর্যায়ে হাফ ভাড়া কার্যক’র হবে না।

ঢাকা’র মতো হাফ ভাড়া কার্যকরে চট্টগ্রামে’র বাস মালিক সমিতিও শর্ত আরোপ ক’রছে। শর্তগুলোও প্রায় একই ‘রকম। ভ্রমণকালে ব্যক্তি মালিকানাধীন বাসে ছাত্রছাত্রীদে’র অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে’র বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, প্রয়োজনে প্রদর্শন ক’রতে হবে।

পাশাপাশি বাসে চলাচলে’র ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়া’র সুবিধা পাবেন। ছুটি’র দিনে হাফ ভাড়া কার্যক’র হবে না। 

সংবাদ সম্মেলনে সমিতি’র সহসভাপতি কফিল উদ্দিন আহমেদ, পরিবহননেতা বেলায়েত হোসেন, মৃণাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top