পোশাক শিল্প শ্রমিকদের কল্যাণে অংশীজনের অংশগ্রহণ করণীয় সভা

🕧Published on:

পোশাক শিল্প শ্রমিকদের কল্যাণে অংশীজনের অংশগ্রহণ করণীয় সভা



মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর : টঙ্গীতে এম্পাওয়ারিং দি আর এম জি ওয়ার্কারস লিভিং ইন আরবান স্লামস অব ঢাকা প্রজেক্ট ব্র্যাক আরবান প্রোগ্রামের উদ্যোগে তৈরি পোশাক শিল্প শ্রমিকদের কল্যাণে অংশীজনের অংশগ্রহণ ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার দুপুরে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার এস কে মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন সচিব মো মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো ফারুক হোসেন,মহিলা কাউন্সিল নাসরিন আক্তার শিরিন, ব্র্যাকের প্রধান কার্যালয়ের ম্যানেজার রোজভিনা পারভীন,ম্যানেজার আহমদ ইবনে সেলিম, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডিরেক্টর মো আনিসুর রহমান প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাকের টঙ্গী শাখার ম্যানেজার মো রিয়াজ উদ্দিন আহমেদ। 

অনুষ্ঠানে তৈরি পোশাক শিল্পের ৩০ টি প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন ও তারা পোষাক শ্রমিকদের সকল সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলোচনা ও বাস্তবায়নের আশ্বাস দেন।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।