ইসলামপুরে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (২৬ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে ইসলামপুর পৌর শহরের মোশাররফগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উৎমারচর গ্রামের শহিজল মিয়ার ছেলে।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, ভোরে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ইসলামপুরের ধর্মকুড়া গুরুস্থান মোড়ে দিনমজুরের জন্য যাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। ইসলামপুর পৌর একালার মোশাররফগঞ্জ বাজার মোড়ে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।