মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারক পদে বাংলাদেশি

S M Ashraful Azom
0
মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারক পদে বাংলাদেশি



সেবা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বেঞ্চে নিয়োগের জন্য আটজন বিচারক মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মনোনয়ন পাওয়া আটজনের মধ্যে বাংলাদেশি বংশোভূত আমেরিকান নারী নুসরাত চৌধুরী রয়েছেন। সূত্র : রয়টার্স। 

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গত বুধবার ফেডারেল জজ হিসেবে নতুন আট বিচারককে মনোনয়ন দেন। নতুন ফেডারেল জজ হিসেবে মনোনয়ন পাওয়া বাংলাদেশি বংশো™ভূত মার্কিন নারীর নাম নুসরাত চৌধুরী বর্তমানে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) অব ইলিনয় অঙ্গরাজ্যের আইনবিষয়ক পরিচালক পদে কর্মরত। 

এসিএলইউতে ২০০৮ সাল থেকে কাজ করছেন নুসরাত। তিনি নিউইয়র্কের এসিএলইউতেও কাজ করেছেন। নুসরাতের মনোনয়ন সিনেট অনুমোদন করলে তিনি হবেন দেশটিতে  ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি আমেরিকান। 

একই সঙ্গে নুসরাত হবেন যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পাওয়া প্রথম মুসলিম নারী। আর মুসলিম ব্যক্তি হিসেবে নুসরাত হবেন  দেশটির দ্বিতীয় ফেডারেল বিচারক। প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে দেশটিতে  ফেডারেল জজ হয়েছেন জাহিদ কোরেশি। 

তিনি পাকিস্তানি বংশো™ভূত আমেরিকান। প্রসঙ্গত, এক বছর আগে ক্ষমতায় আসার পর বাইডেন এখন পর্যন্ত ১৩ বারের মতো বিচারক মনোনয়ন দিলেন। 

সর্বশেষ আটজনকে নিয়ে তিনি মোট ৮৩ জন বিচারককে মনোনয়ন দিয়েছেন।

তার মনোনয়ন পাওয়া বিচারকদের মধ্যে অনেক নারী ও কৃষ্ণাঙ্গ রয়েছেন। নতুন মনোনয়ন দেওয়া আট বিচারকের মধ্যে সাতজনই নারী।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top