১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদানে জন্ম নিবন্ধনের নির্দেশনা

🕧Published on:

১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদানে জন্ম নিবন্ধনের নির্দেশনা



নূরুজ্জামান খান: সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রদত্ত সনদের ভিত্তিতে প্রয়োজনে পিতা,মাতার জন্ম নিবন্ধন ব্যতীত ন্যূনতম সময়ে নিবন্ধন সম্পন্ন করে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন বিষয়ে গত ৫ জানুয়ারী স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উপসচিব মো. উসমান ভূইয়ার স্বাক্ষরিত নির্দেশনা জারি করা হয়েছে।

জারিকৃত নির্দেশনাটি হুবহু নিচে তুলে ধরা হলো:

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, ১২-১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের নিমিত্ত সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন কাজ শুরু হয়েছে। বিদ্যালয়ে ভর্তির সময় জন্ম নিবন্ধন বাধ্যতামূলক হলেও এখনো অনেক শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ নেই মর্মে রেজিষ্ট্রার জেনারেলের কার্যালয় অবগত হয়েছে। অথচ সুরক্ষা অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের জন্য জন্ম নিবন্ধন আবশ্যক। ২০০১ সালের পর জন্ম নেয়া শিশুর জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বিডিআরআইএস সফটওয়্যার এ পিতা-মাতার জন্ম নিবন্ধন নম্বর প্রদানের বিধান আছে। ১২-১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদানের নিমিত্ত সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধনের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পিতা-মাতার জন্ম নিবন্ধন ব্যতিত শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন করার সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। ১২-১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের কোভিড-১৯ এর ভ্যাকসি প্রদানের নিমিত্ত সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পাদন করার নিমিত্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রদত্ত সনদের ভিত্তিতে প্রয়োজনে পিতা-মাতার জন্ম নিবন্ধন ব্যতীত নূন্যতম সময়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। তবে পরবর্তীতে দ্রুততম সময়ের মধ্যে পিতা মাতার জন্ম নিবন্ধন সম্পন্ন করতে হবে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।