আজ নাসিক’র ভোগ গ্রহণ

S M Ashraful Azom
0
আজ নাসিক’র ভোগ গ্রহণ



সেবা ডেস্ক: আজ রবিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ। মেয়র-কাউন্সিলরসহ সব প্রার্থীর প্রচার-প্রচারণা শেষ হয়েছে গত মধ্যরাতে। ভোট টানতে পথসভা, গণসংযোগ, গণমিছিলের মাধ্যমে নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা।

ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন-পুলিশ। শনিবার রাত থেকেই নিরাপত্তা বজায় রাখতে মাঠে নেমেছে ১৮ প্লাটুন বিজিবি। প্রতিটি ওয়ার্ড ও ভোটকেন্দ্রে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ১৯২টি ভোটকেন্দ্র, ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। প্রতিটি অঞ্চলে একজন করে প্রিজাইডিং অফিসার থাকবেন। একইসঙ্গে ৩টি ওয়ার্ডে একজন করে ৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের দিন কেন্দ্রগুলোতে ৩০ জন ম্যাজিস্ট্রেট থাকবেন। প্রতিটি ওয়ার্ডে তিনজন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট থাকবেন। প্রতিটি কেন্দ্রকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। রাত থেকেই নেমেছে ১৮ প্লাটুন বিজিবি। এছাড়া র‍্যাবের ১০০ টিম, সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশ মাঠে থাকবে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাচনের দিন যেকোনো ধরনের সহিংসতা এড়াতে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, জেলা পুলিশের পক্ষ থেকে এরই মধ্যে তিনটি স্তুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচনী পরিবেশ উৎসবমুখর। তবু আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। ভোটের দিন নারায়ণগঞ্জে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া কেউ চলাচল করতে পারবেন না।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন, সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৩৪ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top