বকশীগঞ্জের ৫ ইউনিয়নের ৪টিতে নৌকা ও ১ ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

S M Ashraful Azom
0
বকশীগঞ্জের ৫ ইউনিয়নের ৪টিতে নৌকা ও ১ ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর জয়


নূরুজ্জামান খান: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৫ম ধাপের ইউপি নির্বাচনে ৫ টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ৪ জন ও স্বতন্ত্র প্রার্থী ১ জন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

আরও পড়ুন: বকশীগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক মধ্যে সংর্ঘষ 

৫টি ইউনিয়নে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার ও রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল।

ফলাফলে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত আওয়ামী লীগের প্রার্থী মাহমুদুল আলম বাবু নৌকা প্রতীকে ৭ হাজার ১২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আ: ছালাম ঘোরা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২১২ ভোট।

নিলক্ষিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম সাত্তার নৌকা প্রতীকে ৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৯ ভোট। ধানুয়া কামালপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান লাকপতি নৌকা প্রতীকে ৬ হাজার ৪০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মজিবর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ২০৭ ভোট।

বগারচর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান প্রমানিক মাসুম আনারস প্রতীকে ৫ হাজার ৭৫৪ ভোট পেয়ে বেসরকারিভবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দুই পাতা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫১ ভোট।

এছাড়াও মেরুরচর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিক নৌকা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনোয়ার হোসেন হক মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮২৯ ভোট। মেরুরচর ইউনিয়নে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হওয়ায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় নি। তবে স্থগিত হওয়া কেন্দ্রের ভোট ছাড়াও প্রাপ্ত ফলাফলে বিজয় নিশ্চিত হয়েছে আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিকের। 

জানা যায়, ১নং ধানুয়া কামালপুর ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে মশিউর রহমান লাখপতি নৌকা প্রতিক নিয়ে বিজয়ী লাভ করেন। এছাড়াও ১নং ধানুয়া কামালপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুর রউফ হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মোতালেব মাইনুল মোটর সাইকেল, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মান্নান ঘোড়া, স্বতন্ত্র প্রার্থী মো. মজিবর রহমান আনারস ও স্বতন্ত্র প্রার্থী মো. হারুন অর রশিদ রজনীগন্ধা প্রতিক নিয়ে অংশগ্রহণ করেন।

২নং বগারচর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান প্রামাণিক আনারস প্রতিক নিয়ে বিজয়ী লাভ করেন। এছাড়াও  ২নং বগারচর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মান্নান মোটর সাইকেল, স্বতন্ত্র প্রার্থী মো. রাজু মিয়া ঘোড়া, স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল্লাহ অটোরিক্সা, স্বতন্ত্র প্রার্থী মো. শেখ ফরিদক টেবিল ফ্যান, স্বতন্ত্র প্রার্থী মো. হামিদুল ইসলাম ফটিক চশমা, স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবির মোল্লা দুটি পাতা ও বাংলাদেশ আওয়ামীলীগের মো. হোসেন আলী নৌকা ইউপি নির্বাচনে অংশগ্রহণ করেন। 

৪ নং সাধুরপাড়া ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে মো. মাহমুদুল আলম বাবু নৌকা প্রতিক নিয়ে বিজয়ী লাভ করেন। এছাড়াও ৪নং সাধুরপাড়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল সালাম ঘোড়া, স্বতন্ত্র প্রার্থী মো. রাশেদুজ্জামান আনারস, স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ূন কবীর মোটর সাইকেল প্রতিক নিয়ে অংশগ্রহণ করেন। 

৬নং নিলক্ষিয়া ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে মো. নজরুল ইসলাম সাত্তার নৌকা প্রতিক নিয়ে আবারও চেয়ার‌ম্যান পদের বিজয়ী লাভ করেন। এছাড়াও ৬নং নিলক্ষিয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মেহজাবিন বিনতে হাসিব মোটর সাইকেল, স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম রাব্বনী আনারস, স্বতন্ত্র প্রার্থী মো. হাকিবুর রহমান ঘোড়া, জাতীয় পার্টির মো. হাবিবুর রহমান লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম চশমা ও ইসলামি আন্দোলন বাংলাদেশের মো. সাইয়ুম খন্দকার হাতপাখা প্রতিক নিয়ে অংশগ্রহন করেন। 

৭নং মেরুরচর ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী লাভ করেন। এছাড়াও এই ইউনিয়নে তার প্রতিদ্বন্দি হিসাবে ছিলেন মোটর সাইকেল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. মনোয়ার হোসেন। 



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top