উল্লাপাড়ায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

🕧Published on:

উল্লাপাড়ায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন



উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ‘বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতাঃ একসুত্রে গাঁথা’শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে বিজ্ঞান মেলা -২০২২ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহনে বিজ্ঞান মেলায় স্থাপিত স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি তানভীর ইমাম। 

এ সময় শিক্ষার্থীরা তাদের প্রদর্শিত স্টলে আধুনিক বিশ্বে বিজ্ঞানের যথাযথ ব্যবহার ও প্রযুক্তি তুলে ধরেন। পরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন- উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সামছুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান,  এইচটি ইমাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম ও শিক্ষার্থী মুক্তি খাতুন। 

বিজ্ঞান মেলায় মোট ১৯ টি স্টল স্থান পায়। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।