উল্লাপাড়ায় বালুর ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ হারালো শিশু
🕧Published on:
উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুর ট্রাকের নিচে পিষ্ট হয়ে আবির হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল পৌরশহরের কালি বাড়ি - উল্লাপাড়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবির পৌর শহরের ঝিকিড়া কালিবাড়ি মহল্লার দলিল লেখক রিগান এর দ্বিতীয় পুত্র।
স্থানীয়রা জানান, নিহত আবির বাসার সামনে রাস্তার পাশে অন্যান্য সঙ্গীদের সঙ্গে খেলা করছিল। এমন সময় বালুবাহী একটি ট্রাক বাড়ুইয়া ব্রীজের দিকে যাবার পথে রিগানের বাড়ীর সামনে এসে শিশুটিকে ট্রাকের নিচে চাপা দেয়।
গুরুতর অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
এ ঘটনা সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
নিহত আবিরের লাশ স্বজনদের হেফাজতে দেওয়া হয়েছে। চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।