কাজিপুরে বালুমহাল বন্ধ সংক্রান্ত আবেদনের উপর গণশুনানী

S M Ashraful Azom
0
কাজিপুরে বালুমহাল বন্ধ সংক্রান্ত আবেদনের উপর গণশুনানী



কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বালুমহালটি বন্ধের আবেদনের প্রেক্ষিতে এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে কাজিপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়ে এই গণশুনানীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। শুনানী করেন সিরাজগঞ্জ জেলার ডেপুটি রেভিনিউ কালেক্টর মাসুদ হোসেন ।  

শুনানীতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক পরিমল কুমার তরফদার, জেলা পানি উন্নয়ন বোর্ডের পক্ষে এসও হায়দার আলী, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, প্রধান শিক্ষক আতিকুর রহমান নান্নু, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আবদুল জলিল, এলজিইডি’র প্রতিনিধি লিখিত বক্তব্যে বালু মহালের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তা অবিলম্বে বন্ধের আহবান জানান। 

এছাড়া বালু মহালের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও শুনানীতে অংশ নিয়ে ১৪২৯ সালের ক্যালেন্ডার থেকে ইজারা বাদ দেবার অনুরোধ জানান।  

  একের পর এক বালুবাহী যানবাহনের কারণে সৃষ্ট দুর্ঘটনা, পরিবেশের চরম বিপর্যয়, ননদীতীর সংরক্ষণ প্রকল্পে ধস, মহালের আশপাশের মানুষের বালুর কারণে সৃষ্ট সমস্যায় মানবেতর জীবন যাপন, কাজিপুরের রাস্তা ঘাটের বেহাল দশার সচিত্র প্রতিবেদন নানা সময়ে কালেরকণ্ঠসহ একাধিক জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। এ কারণে জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনের এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় বালু মহালের ইজারা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সম্প্রতি ডিও লেটার প্রদান করেন। 

শুনানীতে কাজিপুর বালু মহালের ইজারাদার মেঘাই গ্রামের আব্দুল আউয়াল ও তার লোকজন অংশ নেন। 

এরপর কাজিপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এবিএম আরিফুল ইসলাম গণশুনানী গ্রহণকারী ডেপুটি কালেক্টরকে সরেজমিন কাজিপুরের বালুর বেশ কয়েকটি পয়েন্ট ঘুরে দেখান।

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top