বাঁশখালীতে সাইবার অপরাধের দায়ে র‍্যাবের হাতে যুবক আটক

🕧Published on:

বাঁশখালীতে সাইবার অপরাধের দায়ে র‍্যাবের হাতে যুবক আটক



শিব্বির আহমদ রানা, বাঁশখালী, প্রতিনিধি, চট্টগ্রাম: নিজের ফেইসবুক আইডি থেকে সাইবার অপরাধের দায়ে প্রতারক রবিউল আওয়াল হিরো (২২) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

রোববার বিকালে র‍্যাব-৭-এর বিশেষ অভিযানে রবিউল আউয়াল হিরো নামের ওই যুবককে আটক করে র‍্যাব-৭।

আটককৃত ওই যুবক বাঁশখালী উপজেলার সাধনপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের আশরাফ আলী বাড়ীর দিদারুল আলম ঝন্টুর ছেলে বলে জানা যায়।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, আটক রবিউল তার ফেইসবুক আইডি থেকে এক ভুক্তভোগী পরিবার (স্ত্রী) কে নিয়ে ব্যক্তিগত মুহূর্তের অশালীন ও কুরুচিপূর্ণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইল করার অপরাধে সাইবার প্রতারক রবিউলকে সাধনপুর তার নিজ এলাকা থেকে আটক করেছে র‍্যাব-৭।

বাঁশখালী থানা পুলিশ অফিসার (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, আটক রবিউল আওয়াল হিরো'কে একটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় র‍্যাব-৭ আটক করে থানায় সোপর্দ  করেছে। আজ (সোমবার) আটক রবিউলকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে বলে জানান তিনি। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

0comments

মন্তব্য করুন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।